বগুড়ায় মঞ্চস্থ হলো ‘চুপ থেকো না মেয়ে’
মঞ্চস্থ হলো দৃষ্টি বগুড়া জেলা শাখার ব্যতিক্রমী আবৃত্তি প্রযোজনা ‘চুপ থেকো না মেয়ে’। নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে নারী জাগরণের কালজয়ী ইতিহাস মঞ্চে তুলে আনলেন সংগঠনের আবৃত্তি শিল্পীরা। শুদ্ধ সাবলীল উচ্চারণের মধ্য দিয়ে পাঠ করলেন মানুষের অধিকার আদায়ে নারী আন্দোলনের গতিপ্রকৃতি ও বিবর্তন।
প্রযোজনায় ব্যবহার করা হয়েছে বাঙালির চিরচেনা লোকজ ফর্ম ও আঞ্চলিক শব্দ। পান্ডুলিপির ভাষা, সুর ও তাল এবং উপস্থাপনার মুন্সিয়ানায় ছবির মতো মুর্ত হয়ে উঠেছে এই উপমহাদেশে নারী আন্দোলনের ঐতিহাসিক ঘটনা ও সময়।
প্রযোজনায় গাওয়া হয়েছে এমন কিছু গান, যা নারী জাগরণের অন্তর্নিহিত শক্তি হয়ে উঠেছে। লোকজ ধাচে গাওয়া এসব গানের সুর ও কথা সংগঠনের নিজের। নিজেরাই গেয়েছেন, বাজিয়েছেন ঢোল ও কর্তাল। গান, কথা, সুরের উপস্থাপনায় শ্রোতারা উদ্বেলিত হয়েছেন বাঙালি নারীর অদম্য সাহসে।
প্রযোজনা শেষে মঞ্চে অনুভুতি ব্যক্ত করতে আসা নাট্য ও সংস্কৃতীকর্মীরা অকপটে স্বীকার করলেন, বগুড়ায় আবৃত্তির এমন ব্যতিক্রমী প্রযোজনা এর আগে আর মঞ্চায়ন হতে দেখেননি তারা। এ ধরণের প্রযোজনা নারীর অধিকার আদায় ও নারী জাগরণে নারী-পুরুষ সম্মিলিত সংগ্রামের অনুপ্রেরণা ও সাহস জোগাবে।