নাটোরে কিষোয়ান গ্রুপের নববর্ষ উদযাপন, প্রধান অতিথি সুলতানা পারভীন শ্রাবণী

কিশোয়ান গ্ৰুপের আয়োজনে “এসো মাতি প্রাণের উল্লাসে” এই প্রতিপাদ্য নিয়ে নববর্ষ উদযাপন,
সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল বুধবার বিকেলে অবসর বাংলো, বনলতা পার্ক, খেজুরতলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজের অধ্যক্ষ বাচিক শিল্পী ও রোটারি ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট সুলতানা পারভীন শ্রাবণী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএনএ গ্ৰুপের চেয়ারম্যান সাবিহা আলম, বনলতা গ্রুপের চেয়ারম্যান নাহিদ পারভীন,ডায়মন্ড সিমেন্ট লিঃ, পাইওনিয়র শিপিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, আব্দুল খালেক পারভেজ এফএনএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি: শরিফুল আলম তারেক, ধানসিড়ি এগ্রো লিমিটেড এবং কিষান উড চিপসের চেয়ারম্যান পারভীন আক্তার চৌধুরী

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল কবি লেখক গবেষক ড. শিব প্রসাদ সুর
সংবর্ধনা শেষে সঙ্গীত পরিবেশন করেন ভোলা মন বাউল সংগঠনের শিল্পী কার্তিক উদাস নূর মোহাম্মদ সহ অন্যান্য শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ বিশিষ্টজনদের ক্রেস্ট এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।

তথসুত্রঃ নাটোরে কিষোয়ান গ্রুপের নববর্ষ উদযাপন এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। – নারদ বার্তা, DBC NEWS Daily: Video | Facebook ও RTV NEWS

সম্পর্কিত লেখা